কাজিপুরে সবুর মাওলানা স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
২০ মার্চ, ২০২৫ ০৩:৪৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে সবুর মাওলানা স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৯-০২-২০২৫ ০৭:২৮ অপরাহ্ন
কাজিপুরে সবুর মাওলানা স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আনোয়ারা আজাদ কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট এ সবুর মাওলানা স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। মেধাবৃত্তি চেয়ারম্যান একেএম রেজাউল করিম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লব, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান। ইংরেজি শিক্ষক বাবলু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মারজিয়া বেগম। পরে অতিথিগণ মোট চারশজনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন। একইসাথে শ্রেষ্ঠ শিক্ষক ও আদর্শ পিতামাতাকেও সম্মাননা প্রদান করা হয়েছে।

আব্দুল জলিল ১৯-০২-২০২৫ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 66 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com