সিরাজগঞ্জে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ আফজাল হোসেন মেমোঃ কলেজ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ৪-০ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
পরে খেলায় প্রধান অতিথি, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের মধ্যে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন।
খেলায়স ভাপতিত্বে করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক গণপতি রায়। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ শামসুল আলম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন রেজা। বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মোঃ মোস্তাফিজুর রহমান। জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির ক্রীড়া বিষয় সম্পাদক, হেদায়েতুল ইসলাম ফ্রুট, ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ, আলামিন সেখ সহ প্রমুখ।
উল্লেখ্য যে, সিরাজগঞ্জ আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আটটি কলেজ অংশ নেয়। নক আউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আজমহর আলী, হাফিজুল ইসলাম, রেজাউল করিম খোকন, আবু হানিফ ও মোখলেছুর রহমান প্রমুখ।