কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
১০ অক্টোবর, ২০২৫ ০২:৫৮ পূর্বাহ্ন

  

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৭-০১-২০২৫ ০৫:০৭ অপরাহ্ন
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনুসর আলী কলেজে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য শিক্ষকগণ শিক্ষার্থীদের নিজ হাতে বানানো পিঠার স্টলগুলো ঘুরে দেখেন। পরে পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবুল বাশারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি।  প্রভাষক ইশরাত সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম, শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন। এরপর তিনটি এতিমখানায় দেড়শ কম্বল বিতরণ করেন অতিথিগণ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


আব্দুল জলিল ২৭-০১-২০২৫ ০৫:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 444 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com