যমুনা উপজেলার দাবীতে কাজিপুরের চরাঞ্চলে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল, ২০২৫ ০৭:২০ পূর্বাহ্ন

  

যমুনা উপজেলার দাবীতে কাজিপুরের চরাঞ্চলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল জলিল
২০-০১-২০২৫ ০৫:২৯ অপরাহ্ন
যমুনা উপজেলার দাবীতে কাজিপুরের চরাঞ্চলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের  ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা” গঠনের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যমুনার চরাঞ্চলে অবস্থিত নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া আফজাল হোসেন মেমোরিয়াল স্কুল মাঠে  আয়োজিত এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। মতবিনিময় সভার আয়োজন করে চরাঞ্চলের ছয় ইউনিয়নের  ছাত্র-নাগরিক পরিষদ। সোমবার বিকেলে  অনুষ্ঠিত এই সভায় চরাঞ্চলের মানুষজন কিভাবে কাজিপুরের বিড়া অঞ্চলের মানুষের চেয়ে সববিষয়ে বৈষম্যের শিকার সে বিষয়ে বক্তারা নানা তথ্য উপাত্ত তুলে ধরেন। এসময় তারা যমুনার চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে যমুনা নামে একটি পৃথক উপজেলার করার বিষয়ে একমতে পৌঁঁছান। বক্তারা পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন বৈষম্যহীন সেবা পেতে নতুন একটি উপজেলার দাবীতে শিঘ্রই নানা কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  নাটুয়ারপাড়া ইউনিয়নের সাইদুল ইসলাম, চরগিরিশি ও মনসুরনগর ইউনিয়নের শহিদুল ইসলাম, নিশ্চিন্তপুর  ও তেকানি ইউনিয়নের মোদাচ্ছেন হোসেন ,  কাজিপুর জামায়াতে ইসলামীর পূর্বাঞ্চলের নেতা রফিকুল ইসলাম, নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আয়নাল হক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সমাজসেবক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।


আব্দুল জলিল ২০-০১-২০২৫ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 240 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com