শিরোনামঃ
![]() ০৯-০১-২০২৫ ০৪:৩১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে ছালাভরা গ্রামের এসকে ১১ নলকূপের কৃষকগণ অবৈধ দাবীদার নুরুল ইসলামের কব্জা থেকে মুক্তি চান। তারা ম্যানেজার হিসেবে নুরুল ইসলামকে নয় বরং আব্দুল্লাহ হারুনকে চান । ইতোপূর্বে নুরুল ্নইসলাম দ্য়েযা পিপলস ২৪ফোর ডটকম এ এ সংক্রন্ত একটি ভূয়া নিউজ সাংবাদিককে দ্বারা করিয়েছিলো। তারা তারও প্রতিবাদ জানান। তারা কণ্ঠভোট দেবার জন্যে উপজেলা সদরেও গিয়েছিলেন। এই পদে নির্বাচন বিষয়ে স্থানীয় কৃষকগণ জানান যে, মোঃ নুরুল ইসলামের পক্ষে কৃষকদের সমর্থন না থাকায় এবং নিশ্চিৎ পরাজয় জেনে নানা অজুহাত ও মিথ্যা অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। সরেজমিন স্থানীয় কৃষকগণ আরো জানান যে, পারিবারিক শত্রুতার জেরে মোঃ নুরুল ইসলাম ও তার ভাতিজা কাজী আরিফের নেতৃত্বে তার দলবল নিয়ে আব্দুল্লাহ আল হারুনকে গাছের সাথে বেধেঁ সন্ত্রাসী কায়দায় মারপিট করে কৃষকদের উপর দোষ চাপানোর যে মিথ্যা অভিযোগ করেছেন, আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে দোষীদের শাস্তি দাবি করছি। স্থানীয় কৃষকগণ আরো বলেন যে, মোঃ নুরুল ইলাম বিভিন্ন সময়ে নলকূপটি অচল করার পায়তারা করে চলেছে। গভীর নলকূপটি যাতে বন্ধ না হয়ে যায় এ বিষয়ে কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেন। মোঃ আব্দুল্লাহ আল হারুনসহ স্থানীয় কৃষকগণ বলেন যে, বিএডিসির সহকারী প্রকৌশলী জনাব মোঃ তারেক আহমেদ এর বিরুদ্ধে গত ১২ ডিসেম্বর দ্যা পিপলস পত্রিকায় মোঃ নুরুল ইসলাম ও তার ভাতিজা মোঃ আরিফ হোসেন নানাভাবে যে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশিত করেছেন তাহা সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।
পত্রিকায় প্রকাশিত অনিয়ম দুর্নীতির বিষয়ে তিব্র প্রতিবাদ জানিয়ে বিএডিসির সহকারী প্রকৌশলী জনাব মো: তারেক আহমেদ বলেন পত্রিকায় প্রকাশিত অনিয়ম দুর্নীতির প্রতিবেদনটি সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন অফিসের নথিপত্র তথ্যানুসারে ২০০৫-০৬ অর্থবছর থেকে অফিসের নিয়ম অনুযায়ী মোঃ আব্দুল্লাহ্ আল হারুন এসকে-১১ গভীর নলকূপের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সেচচার্জ/ভাড়া নিয়মিত পরিশোধ করে আসছেন। নুরুলের কারণে সরকারিভাবে স্থাপিত এসকে-১১ গভীর নলকূপটিতে সেচ বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার, কাজিপুর মহোদয়ের সহোযোগিতায় কৃষি ও কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে পুনরায় গভীর নলকূপটি চালু করা হয়। জেলা সেচ কমিটি'র সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে ১১/১১/২০২৪ খ্রি. তারিখ উপজেলা সেচ কমিটি, কাজিপুর সভার কার্যবিবরণীর আলোচনা-১ ও সিদ্ধান্ত-১ মোতাবেক গত ২৩/১২/২০২৪ খ্রি. তারিখে এসকে-১১ গনকূর ম্যানেজার নির্বাচনের জন্য স্কিমভূক্ত কৃষকদের কন্ঠভোটের আয়োজন করে উভয় পক্ষকে পত্র প্রেরণ করে । তিনি আরো বলেন গনকূ নথিপত্র তথ্য অনুসারে ১৯৮০-৮১ সালে সরকারিভাবে স্থাপিত এসকে ১১ গনকূটির বেশ কয়েক বছর মোঃ নুরুল ইসলাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করলেও সরকার কর্তৃক নিধারিত সেচচার্জ/ভাড়া পরিশোধ করেন নি ।
মোঃ নুরুল ইসলাম সেচচার্জ/ভাড়া পরিশোধের রশিদ উপজেলা সেচ কমিটিতে এবং শুনানিতে প্রমানক হিসেবে উপস্থাপন করতে পারেন নি। হারুন জানান, সরকারিভাবে স্থাপিত গভীর নলকূপের ভাড়া পরিশোধ না করা ও গভীর নলকূপটি তালাবদ্ধ করে অচল করার বিষয় গুলো ধামাচাপা দেওয়ার জন্য মোঃ নরুল ইসলাম বিভিন্নভাবে মিথ্যা, বানোয়াট ও ভুয়া অভিযোগ করে অফিসকে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com