শিরোনামঃ
![]() ২৩-১২-২০২৪ ০৫:৪২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে এবারের মেধাবৃত্তি পরীক্ষায় সেরা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজ। উপজেলা সদরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি থেকে দশ জনের মেধা তালিকায় প্রথম হয়েছে এই প্রতিষ্ঠানের লামিয়া। এছাড়া তৃতীয় জিনিয়া ইসলাম এবং চতুর্থ স্থান লাভ করেছে যারিন রাফা। এছাড়া সাধারণ ক্যাটাগরিতে এই প্রতিষ্ঠান থেকে উম্মে নিসা সুমাইয়া(৭ম), ছাব্বির তালুকদার(৮ম), সাদিয়া সুলতানা(১১তম), সাদিয়া আকতার যুথী(১৩তম), রাফিয়া ইসলাম(১৬তম) এবং নুসরাত এরশাদ ইশা(২০তম) বৃত্তিলাভ করেছে। কাজিপুরের স্বেচ্ছাসেবি সংস্থা ৯৫ ফাউন্ডেশন ও ৯৫ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com