কাজিপুরে হাবিবুর হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে স্বজনদের মানববন্ধন
০৯ অক্টোবর, ২০২৫ ০১:০৬ অপরাহ্ন

  

কাজিপুরে হাবিবুর হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে স্বজনদের মানববন্ধন

আব্দুল জলিল
২০-১২-২০২৪ ০২:৩১ অপরাহ্ন
কাজিপুরে হাবিবুর হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে স্বজনদের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে বরইতলী গ্রামের কৃষক হাবিবুর রহমানকে ট্রাকচাপায় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে  নিহতের স্বজন ও গ্রামবাসী।  শুক্রবার (২১ ডিসেম্বর)  সকাল দশটায় সিরাজগঞ্জ-মেঘাই আঞ্চলিক মহাসড়কের বরইতলী নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে নিহতের পুত্র জানান, গত ১৩ ডিসেম্বর তাদের নিজ দখলীয় জমিতে জোরপূর্বক মাটিভরাট করতে শুরু করেন শিমুলতলী গ্রামের মৃত শাহা মহুরীর পুত্র শাহরিয়ার বিপ্লব ও তার লোকজন। এ বিষয়ে তারা কাজিপুর থানায় অভিযোগ করেন। থানা পুলিশ মাটি ভরাটে নিষেধাজ্ঞা দিলেও পরদিন তারা আবারো মাটি ভরাট কাজ শুরু করে। বাধা দিতে গেলে হাবিবুর রহমানকে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় মোকাম সিরাজগঞ্জের কাজিপুর আমলী আদালতে মামলা দায়ের হলেও আসামীরা এখনো ধরা পড়েনি।  মানববন্ধন থেকে আসামীদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয়। ঘন্টাকালব্যাপী চলা মানববন্ধনে নিহতের পরিবারসহ কয়েকশ গ্রামবাসী অংশ নেয়।  


আব্দুল জলিল ২০-১২-২০২৪ ০২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 234 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com