শিরোনামঃ
![]() ১৮-১২-২০২৪ ০৬:৫১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে দুই গ্রুপের মধ্যে মামলা, হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সেনাবাহিনীর অভিযানে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি হকিষ্টিক ও দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলো, সিংড়াবাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মেহেদী হাসান রাকিব, একই গ্রামের মৃত তফের আলীর ছেলে আব্দুল্লাহ, ধুবলাই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে করিম, ধুবলাবাড়ির মৃত সইব উদ্দিনের ছেলে লাল মিয়া ও গান্দাইল পাটাগ্রামের সানোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন।
কাজিপুর থানার ওসি নুরে আলম বুধবার সন্ধ্যায় জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু ও স্থানীয় বিএনপি নেতা আসাদুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। উভয় গ্রুপই থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। এ অবস্থায় আসাদুল ইসলামের সমর্থকরা মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে গ্রামে পৌছার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদ পেয়ে কাজিপুর সেনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যার পর সিংড়াবাড়ি গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com