প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন

  

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আব্দুল জলিল
০৫-১২-২০২৪ ০৬:৩৩ অপরাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩ ডিসেম্বর শিরোণাম নিউজ নামক একটি অনলাইন পোর্টালে ও কালেরকণ্ঠ ভিডিও প্রতিবেদনে “ আধঘন্টা ধরে পিটিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদিব মাহমুদকে আহত করার” কল্পকাহিনী উল্লেখ করা হয়েছে। বিষয়টি মোটেও সেরকম নয়। প্রকৃত ঘটনা হচ্ছে ওই শিক্ষার্থী স্কুলের একটি মেয়েকে প্রেমপত্র লিখে উত্তক্ত করলে ওই মেয়ের পিতা আমার নিকট বিচারপ্রার্থী হয়। আমি তখন আদিবের পিতাকে ডেকে এনে বিষয়টি জানালে তিনি নিজে শাসন না করে আমাদের উপর দায়িত্ব দেন। আমরা তখন ওই শিক্ষার্থিকে সতর্ক করতে তিরস্কার করে শাসন করেছি। এই ঘটনার পরদিনও ওই শিক্ষার্থী যথারীতি স্কুলে এসেছে। ক্লাসও করেছে। হঠাৎ করেই ওই শিক্ষার্থীর পিতা তার সন্তানকে ব্যাপক মারধোর করার কথা উল্লেখ করে  উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি দরখাস্ত দেন।  দরখাস্তে উল্লিখিত ব্যাপক মারধোরের বিষয়টি সত্যি নয়।  শাসনের ভিডিও চিত্রও রয়েছে। বিষয়টি তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে। কাজিপুরের মধ্যে আমাদের স্কুলের আলাদা একটি সুনাম রয়েছে।  আমাদের বিদ্যালয়ের সুনাম নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই সামান্য ঘটনাটিকে ফলাও করে প্রচার করছে একটি মহল। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট। তাই সংবাদটির  তীব্র নিন্দা জানাচ্ছি। এ সংক্রান্ত সংবাদে শিক্ষার্থী অভিভাবকদের বিভ্রান্ত না হবার অনুরোধ করা হলো।

                              প্রতিবাদকারী  মোঃ মোখলেছুর রহমান প্রধান শিক্ষক ও পরিচালক, মুনলাইট স্কুল এন্ড কলেজ, কাজিপুর, সিরাজগঞ্জ


আব্দুল জলিল ০৫-১২-২০২৪ ০৬:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 39 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com