দেশের প্রথম রিসোর্স সেন্টার পেলো কাজিপুরের বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট
০৫ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ অপরাহ্ন

  

দেশের প্রথম রিসোর্স সেন্টার পেলো কাজিপুরের বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

আব্দুল জলিল
২৮-১১-২০২৪ ০৪:২৮ অপরাহ্ন
দেশের প্রথম রিসোর্স সেন্টার পেলো কাজিপুরের বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে(ইঅগঞঊও ) এ দেশের প্রথম রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়েছে।  গত বুধবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম। প্রতিষ্ঠানের নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন  অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) হোসনে আরা বেগম, উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (গবেষণা) ড. রাজু মোহাম্মদ শহিদুল ইসলাম, জিআইজেড এর উপদেষ্টা মিস লরা, ওঈঙঘ এর আন্তর্জাতিক কনসালটেন্ট শেতা বত্র।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দেশের সরকারি টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষবৃন্দ, বস্ত্র অধিদপ্তরের উপপরিচালকসহ অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বস্ত্র শিক্ষার বাস্তবমুখী জ্ঞান অর্জনে রিসোর্স সেন্টারের গুরুত্ব তুলে ধরেন এবং পরবর্তীতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করার জন্য সকল অধ্যক্ষের প্রতি আহবান করেন। এরপর অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে আরো অংশ নেন ইনিস্টিউটের সকল শিক্ষার্থী, ও ইনস্টিটিউটের স্কাউটের সদস্য'রা।


আব্দুল জলিল ২৮-১১-২০২৪ ০৪:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 55 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com