কাজিপুরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
০৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৪ অপরাহ্ন

  

কাজিপুরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

আব্দুল জলিল
২৫-১১-২০২৪ ০৫:০৬ অপরাহ্ন
কাজিপুরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এর সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নবাগত ইউএনও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কাজিপুরের উন্নয়নে সাংবাদিকদের যে কোন ভালো পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। আসুন আমরা নতুন পরিস্থিতিতে নতুন করে  যার যার অবস্থান থেকে পরস্পর সহযোগিতার ভিত্তিতে উন্নয়নে অংশ নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি, যায়যায়দিন প্রতিনিধি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক,  করতোয়ার প্রতিনিধি, সহকারি অধ্যাপক আবদুল জলিল, সহসভাপতি সংগ্রামের প্রতিনিধি আব্দুল মজিদ,  শ্যামল বাংলা প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, আজকের জনবাণী প্রতিনিধি ও অর্থ সম্পাদক এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ও আলোকিত সকাল প্রতিনিধি কেএম আনোয়ার হোসেন, সদস্য গোলাম মোস্তফা। উল্লেখ্য দেওয়ান আকরামুল হক কাজিপুরের ইউএনও হিসেবে গত বুধবার যোগদান করেন। এর পূর্বে তিনি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস ৩৫ ব্যাচে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।


আব্দুল জলিল ২৫-১১-২০২৪ ০৫:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 47 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com