কাজিপুরে দৃষ্টি হারানো নীলুফা পেলেন ভয়েস অব কাজিপুরের সেলাই মেশিন
০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:২৭ অপরাহ্ন

  

কাজিপুরে দৃষ্টি হারানো নীলুফা পেলেন ভয়েস অব কাজিপুরের সেলাই মেশিন

আব্দুল জলিল
২২-১১-২০২৪ ০৫:০২ অপরাহ্ন
কাজিপুরে দৃষ্টি হারানো নীলুফা পেলেন ভয়েস অব কাজিপুরের সেলাই মেশিন

করা হয়। নীলুফা কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্সের শিক্ষার্থী। পরিবারের উপার্জনক্ষম বাবা হঠাৎ চোখের দৃষ্টিশক্তি হারালে বিপদে পড়ে যায় পরিবারটি। এ খবর পেয়ে ভয়েস অব কাজিপুর পরিবারটিকে সহায়তার হাত বাড়ান।

 সংগঠনটি নবনির্বাচিত সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, এলাকার প্রতিটি অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই। এর আগেও আমরা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান কিনে দেওয়া,দোকান নির্মাণ করা, গৃহপালিত পশু উপহার,ব্যবসায় পুঁজি দেওয়া,বিভিন্ন ব্যবসায় সহযোগিতা করা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন, সাবেক সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিন্টু, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল হোসেন, ভয়েস অব কাজিপুর এর সাবেক সদস্য মোতাহার হোসেন, আজাহার আলী প্রমূখ।


আব্দুল জলিল ২২-১১-২০২৪ ০৫:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 27 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com