কাজিপুরে সেনা অভিযানে যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ
০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:০৪ অপরাহ্ন

  

কাজিপুরে সেনা অভিযানে যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ

আব্দুল জলিল
২০-১১-২০২৪ ০৬:১৫ অপরাহ্ন
কাজিপুরে সেনা অভিযানে যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ

স্টাফ রিপোর্টারঃসিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর অভিযানে শুভগাছা ইউনিয়নের ওয়াপদা বেড়িবাঁধ  এলাকা থেকে নেশা জাতীয়, ব্যথা নাশক ও যৌন উত্তেজক ওষুধসহ আটজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কাজিপুর সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সায় করে আনা বেশ কিছু ব্যাগ তল্লাশি করে তিনধরণের নিষিদ্ধ ওষুধসহ আটজনকে আটক করা হয়। আটককৃতরা হলো সোহরাব হোসেন, দুলাল, ইউসুফ, ইকবাল, হাফিজুর, সরা উদ্দিন, মামুন সরকার ও আবু বক্কার। জব্দ করা নিষিদ্ধ ওষুধের মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে তারা জানান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার আটককৃতদের দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় তিনি বলেন, আটক ব্যক্তিগণ মানুষের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর ও  লাইসেন্স বিহিন ব্যথানাশক, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ বিক্রি করছিলো। তাই তাদের অর্থদন্ড প্রদান করা হয়েছে। আর জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হবে।


আব্দুল জলিল ২০-১১-২০২৪ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 47 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com