সলঙ্গায় মোটরসাইকেল আরোহী নিহত
সলঙ্গা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে, রবিবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে হাটিকুমরুল রোড গোল চত্বর এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানায়,হাটিকুমরুল রোড গোল চত্বরের ঢাকা রোড এলাকায় এক মোটর সাইকেল আরোহী হঠাৎ রাস্তার উপর পড়ে যায়।পিছন থেকে আসা ঢাকাগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।নিহত মোটর সাইকেল আরোহী হাটি কুমরুলের জমশের আলীর ছেলে মেহেদী হাসান বলে নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি।
আব্দুল জলিল ১৯-১১-২০২৪ ০১:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 31 বার দেখা হয়েছে।