কাজিপুরে সেনাবাহিনীর হাতে আটক দুই ইয়াবা কারবারী
০৫ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ অপরাহ্ন

  

কাজিপুরে সেনাবাহিনীর হাতে আটক দুই ইয়াবা কারবারী

আব্দুল জলিল
১৭-১১-২০২৪ ০৪:৪৭ অপরাহ্ন
কাজিপুরে সেনাবাহিনীর হাতে আটক দুই ইয়াবা কারবারী

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সেনাবাহিনী  ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের নজরুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম(৩০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামের মহিউদ্দিনের পুত্র নজরুল ইসলাম(৬০)। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দুপুরে কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গাছাবাড়ির সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময়  তারা আটককৃতদের নিকট থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদীসহ  একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করেন। পরে আটককৃতদের কাজিপুর থানা পুলিশের নিকটে সোপর্দ করা হয়।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সিরাজগঞ্জ কোটে পাঠানো হবে।


আব্দুল জলিল ১৭-১১-২০২৪ ০৪:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 96 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com