কাজিপুরে অবৈধভাবে টোল আদায় করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক এক-অর্থদণ্ড দিয়ে মুক্তি
০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:০৮ অপরাহ্ন

  

কাজিপুরে অবৈধভাবে টোল আদায় করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক এক-অর্থদণ্ড দিয়ে মুক্তি

আব্দুল জলিল
১৪-১১-২০২৪ ০৫:৩২ অপরাহ্ন
কাজিপুরে অবৈধভাবে টোল আদায় করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক এক-অর্থদণ্ড দিয়ে মুক্তি

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার খুদবান্ধি ঘাটে নদী পারাপারের যাত্রীদের নিকট থেকে অবৈধভাবে টোল আদায় করছিলেন বিয়ারা গ্রামের ফজলার রহমানের পুত্র াামিনুল ইসলাম(৪২)। গোপন সূত্রের খবরে সেখানে াবিযান চালায় সেনাবাহিনী। এসময় আচ হস আমিনুল ইসলাম।  বৃহস্পতিবার দুপুরে কাজিপুর সেনাক্যাম্পের ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এসময় ওই ব্যক্তি  কাজিপুরে বিআইডব্লিউটিএর ঠিকাদার মেসার্স স্বপন তালুকদারের মাহিন এন্টারপ্রাইজের একটি রশিদ বই দ্বারা নিয়ম বহির্ভূতভাবে যমুনা নদী পারাপারের যাত্রীদের নিকট থেকে টোল আদায় করছিলেন।

 পরে কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাবরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এসময় ওই ব্যক্তির নিকটে থাকা ছয় হাজার  নগদ টাকা একটি এতিমখানায় প্রদান করেন তিনি।

ভারপ্রাপ্ত ইউএনও বলেন, বিআইডব্লিউটিএর ঠিকাদার স্বপনের নামে অন্য একজন টোল উঠাচ্ছিলেন। এজন্য তাকে অর্থদন্ড প্রদানসহ নিয়ম মেনে টোল উঠানোর বিষয়ে সতর্ক করা হয়েছে।


আব্দুল জলিল ১৪-১১-২০২৪ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 77 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com