শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-১১-২০২৪ ০৪:৪৮ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ। বুধবার দুপুরে উপজেলার মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কে ঘন্টাকালব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে প্রধান শিক্ষক আব্দুল লতিফকে একজন শিক্ষানুরাগী দাবী করে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা বলেন উনি ( আব্দুল লতিফ) সিরাজগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও তার প্রতিষ্ঠান জেলায় কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। অজ পাড়াগাঁয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এতোদূর নিয়ে যাবার কারিগর ওই প্রধান শিক্ষক। অথচ গুটিকয়েক ব্যক্তি এই সুনামকে নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষক আব্দুল লতিফকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
মানববন্ধন শেষে প্রধান শিক্ষক আব্দুল লতিফ কাজিপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করা হয়েছে শিমুলদাইড় গ্রামের আব্দুল মোমিন (৩৫) নয়ন আহম্মেদ (৩৪) তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কূরুচিপূর্ণ ও মানহানিকর লেখা পোস্ট করা হয়েছে। এতে করে ওই প্রধান শিক্ষকের মানহানি হয়েছে বিধায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্যে তিনি দাবী জানানো হয়েছে।
কাজিপুর থানার অফিনার ইনচার্জ নূরে আলম অভিযোগ পাবার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com