শিরোনামঃ
আব্দুল জলিল ০৮-১১-২০২৪ ১১:১১ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে গোপনে এক গৃহবধুর গোসলের ভিডিও ধারণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মাইজবাড়ী গ্রামের বেলাল হোসেনের পুত্র রাকিবু হাসান মিস্টার(২২) এবং খোকা মন্ডলের পুত্র শামীম রেজা বাবু(২১)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে। এই ঘটনায় গত বুধবার বিকেলে ভুক্তভোগী ওই গৃহবধুর স্বামী কাজিপুর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করে।
থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে, কয়েকদিন পূর্বে ভুক্তভোগী ওই গৃহবধু গোসল করতে গেলে গোপনে আটক আসামীদ্বয় ভিডিওধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখিলে গৃহবধুর নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে। বিষয়টি গৃহবধু তার স্বামীকে জানালে তিনি কাজিপুর উপজেলা সেনাবাহিনীর দায়িত্বরত অফিসারকে জানান।পরে বুধবার রাতে সেনাবাহিনী ও কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম জানান, ভুক্তভোগীর স্বামী প্রথমে কাজিপুর সেনাক্যাম্পের অফিসারকে বিষয়টি জানান।পরে থানায় মামলা হয়।রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com