অধ্যক্ষ মহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন
০৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৩ অপরাহ্ন

  

অধ্যক্ষ মহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন

আব্দুল জলিল
০১-১১-২০২৪ ০১:০৪ অপরাহ্ন
অধ্যক্ষ মহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মহসিন রেজার মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সোনামুখী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধনে অংশ নেন ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ। মানববন্ধন থেকে  অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবী করে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য খোশলেহাজ উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হক, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাজ্জাজ  আলী। তারা বলেন, বিগত সরকারের সময়ে একটি মিথ্যা মামলায় অধ্যক্ষ মহসিন রেজাকে জড়ানো হয়েছে। তিনি একজন শিক্ষাবিদ। সম্প্রতি আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা মহসিন রেজার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবী জানাচ্ছি।


আব্দুল জলিল ০১-১১-২০২৪ ০১:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 90 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com