কাজিপুরে গরিবের ডাক্তারখ্যাত শাহিন রেজার ইন্তেকাল
০৩ নভেম্বর, ২০২৪ ০১:০৬ পূর্বাহ্ন

  

কাজিপুরে গরিবের ডাক্তারখ্যাত শাহিন রেজার ইন্তেকাল

আব্দুল জলিল
২৭-১০-২০২৪ ০৫:৩৬ অপরাহ্ন
কাজিপুরে গরিবের ডাক্তারখ্যাত শাহিন রেজার ইন্তেকাল

  কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গরিবের ডাক্তারখ্যাত কেএম শাহিন রেজা আর নেই। গত শনিবার তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যৃবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কাজিপুর উপজেলার বীরশুভগাছা গ্রামে। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার দুপুরে তার জানাজা নামায উপজেলার মার্কাস মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গাজিপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে দ্বিতীয়বার জানাযা শেষে দাফন করা হবে বলে জানান মরহুমের ভাগিনা লেখক আল মাহমুদ সরকার জুয়েল।

মরহুম ডাক্তার শাহিন রেজা রোগীদের বিনা পারিশ্রমিকে চিকিৎসার দিতেন বলে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।


আব্দুল জলিল ২৭-১০-২০২৪ ০৫:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 64 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com