কাজিপুরে পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ
০৯ অক্টোবর, ২০২৫ ০৭:২৪ অপরাহ্ন

  

কাজিপুরে পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

আব্দুল জলিল
২৭-১০-২০২৪ ০৫:৩৫ অপরাহ্ন
কাজিপুরে পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ কাজিপুর থানা পুলিশ গত শনিবার পৃথক অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে। রবিবার আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রেহাইশুড়িবেড় গ্রামের জালাল উদ্দিনের পুত্র আবু সাঈদ, পরানপুর গ্রামের মৃত আত্তাব তালুকদারের পুত্র আমজাদ হোসেন, আমজাদের স্ত্রী শেফালী খাতুন ও হাটশিরা গ্রামের মোকছেদ আলীর পুত্র মোকলেছুর রহমান।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নিয়মিত মামলায়, সিআর পরোয়ানামূলে ২ জন এবং একজন সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী।


আব্দুল জলিল ২৭-১০-২০২৪ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com