শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২১-১০-২০২৪ ০২:১০ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীউ পজেলায় জরায়ুমুখ ক্যান্সার রোধে সচেতনতামূলক সভা সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাফসান রেজা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শামীম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ,সমাজ সেবা কর্মকর্তা মামুনুর রশিদ, বিয়ারডিবি কর্মকর্তা সেলিম রেজা, জরায়ু ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য।
সচেতনতাই পারে এই রোগ থেকে মুক্তি দিতে। সবচেয়ে আশার কথা হচ্ছে, এই ক্যান্সারের ভ্যাকসিন একসময় বিদেশ থেকে আমদানি করতে হতো। মাঝে এর আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এখন দেশেই এই টিকা উৎপাদন হচ্ছে। যার কারণে দামও অনেটাই হাতের নাগালে। তিনি সকলকে এই রোগ সম্পর্কে সচেতন হওয়ার পাশপাশি ভ্যাকসিন গ্রহনের আহবান জানান। তিনি বলেন, ৯ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা এক ডোজ ক্যাপ্টেন চলছে। স্কুল, মাদ্রাসা, স্বাস্থ্য কমপ্লেক্সে পাবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com