সলঙ্গায় ২৪ টি মন্ডপে দূর্গাপুজা শুরু
২০ মার্চ, ২০২৫ ০৫:২১ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ২৪ টি মন্ডপে দূর্গাপুজা শুরু

আব্দুল জলিল
০৯-১০-২০২৪ ০৭:১৪ অপরাহ্ন
সলঙ্গায় ২৪ টি মন্ডপে দূর্গাপুজা শুরু

জি,এম স্বপ্না : আজ বুধবার (৯ অক্টোবর) হতে মহাষষ্টীর মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতিমধ্যেই মন্ডপ পরিচালনা কমিটি পুজার সকল কাজ সম্পন্ন করেছেন।স্টেজ,লাইটিং বা সাজ সজ্জাও করেছেন অনেক পুজা পরিচালনা কমিটি।সুষ্ঠ,সুন্দর ও নির্বিঘ্নে পুজা সম্পন্ন করার জন্য মন্ডপ নিরাপত্তায় পৃথক পৃথক স্বেচ্ছাসেবক কমিটিও গঠন করেন।সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় ২৪ টি মন্ডপে চলছে দূর্গাপুজাদ।সকল মন্ডপ পরিচালনা কমিটির সাথে প্রশাসনের মত বিনিময় এবং সুষ্টভাবে পূজা পরিচালনায় দিকনির্দেশনা মুলক সভা ইতিমধ্যেই করা হয়েছে।এবারে থানার ৬ টি ইউনিয়নের রামকৃঞপুরে ১ টি,সলঙ্গায় ২ টি, হাটিকুমরুলে ২ টি,নলকায় ৪ টি,ধুবিলে ২ টি এবং ঘুড়কা ইউনিয়নে সর্বোচ্চ ১৩ টি মন্ডপে দূর্গাপুজা শুরু হয়েছে।সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেশ চন্দ্র তালুকদার জানান,প্রতি বছরের মত এবারেও সরকারি দিক নির্দেশনা মেনে যথাযথ ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেই পূজা অর্চনা করা হচ্ছে।সরকারি ভাবে পুলিশ-আনসার দায়িত্বের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে আলাদা ভাবে স্বেচ্ছাসেবক কমিটিও গঠন করা হয়েছে।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান,সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।দূর্গাপুজা সুষ্ঠ,সুন্দর ও নির্বিঘ্নে পালনের জন্য তিনি সকল রাজনৈতিক দল,জনপ্রতিনিধি,সুধীজন, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে সার্বিক সহযোগীতা আশা করেছেন।


আব্দুল জলিল ০৯-১০-২০২৪ ০৭:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com