কাজিপুরের উদ্ধার হওয়া সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ
০২ নভেম্বর, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ন

  

কাজিপুরের উদ্ধার হওয়া সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ

আব্দুল জলিল
০৮-১০-২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন
কাজিপুরের উদ্ধার হওয়া সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টারঃ প্রায় অর্ধ শতাব্দী পরে উদ্ধার হওয়া সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ করেছে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।  মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চারবিঘা আয়তনের মাদ্রাসা মাঠে কয়েকশ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেছেন তারা। দুপুরে ওই মাঠ পরিদর্শন করেন কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ও সহকারি কমিশনার (ভূমি) সাবরিন আক্তার।

তিনি সরেজমিন মাদ্রাসামাঠ  ঘুরে দেখেন এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি   জানান, যাতে করে এই মাঠে আর গরুর হাট না বসে সে বিষয়ে সবার দৃষ্টি রাখা দরকার। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আমিন জানান,  দীর্ঘদিন পরে মাদ্রাসা মাঠ ফিরে পেয়ে উৎফুল্ল শিৃক্ষার্থীরা।  মাঠটি আবার যেন গরুর হাটের দখলে না যায় সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।  


আব্দুল জলিল ০৮-১০-২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 93 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com