কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবসে সংবর্ধনা পেলেন গুণী শিক্ষিকা রোকেয়া খাতুন
৩০ এপ্রিল, ২০২৫ ০৭:৩৩ পূর্বাহ্ন

  

কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবসে সংবর্ধনা পেলেন গুণী শিক্ষিকা রোকেয়া খাতুন

আব্দুল জলিল
০৫-১০-২০২৪ ০১:৪৭ অপরাহ্ন
কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবসে সংবর্ধনা পেলেন গুণী শিক্ষিকা রোকেয়া খাতুন

 স্টাফ রিপোর্টারঃ গুণী শিক্ষিকা রোকেয়া খাতুন নিজ বিদ্যালয়ের সহকর্মিদের নিকট থেকে পেলেন অন্যরকম ভালোবাসা। ৫ অক্টোবর শনিবার বিশ্ব শিক্ষক দিবসে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে সকাল দশটায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। এসময় সহকর্মিগণ গুণী প্রধান শিক্ষিকাকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

 শুভেচ্ছায় সিক্ত সহকারী শিক্ষক রোকেয়া খাতুন জানান, চাকুরির শেষ জীবনে এসে নিজের প্রতিষ্ঠানের সহকর্মিগণ আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তাদের এই ভালোবাসা আমাকে সামনের দিনগুলোতে দায়িত্বপালনে আরও আন্তরিকতার পথে নিয়ে যাবে।  কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এটা অনেক ভালো লাগার একটি বিষয় যে সহকর্মিগণ তাদের এক প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে পারলেন। এই কালচার  চালু থাকলে অবশ্যই শিক্ষকদের মধ্যে পারস্পারিক ভালোবাসার বন্ধন আরও সদৃঢ় হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  


আব্দুল জলিল ০৫-১০-২০২৪ ০১:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com