জন্ম-মৃত্যুর নিবন্ধনে তিনবারের দেশসেরা ডিডিএলজি তোফাজ্জল হোসেন
১১ অক্টোবর, ২০২৫ ০২:৫৭ পূর্বাহ্ন

  

জন্ম-মৃত্যুর নিবন্ধনে তিনবারের দেশসেরা ডিডিএলজি তোফাজ্জল হোসেন

আব্দুল জলিল
০২-১০-২০২৪ ০৩:০৯ অপরাহ্ন
জন্ম-মৃত্যুর নিবন্ধনে তিনবারের দেশসেরা ডিডিএলজি তোফাজ্জল হোসেন

স্টাফ রিপোর্টারঃ দেশে জন্ম-মৃত্যুর নিবন্ধন কার্যক্রমে পর পর তিনবার দেশসেরার পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন ডিডিএলজি তোফাজ্জল হোসেন। তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।গত ১ অক্টোবর জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন বিভাগের ডেপুটি রেজিস্টার জেনারেল(অতিরিক্ত সচিব) মির্জা তারিক হিকমত স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা গেছে।

 জন্ম-মৃত্যুর নিবন্ধন কার্যক্রমে দেশের  ৩৩০ টি পৌরসভার মধ্যে সিরাজগঞ্জ পৌরসভা, এবং ৪ হাজার ৫০০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে সিরাজগঞ্জের ৪ টি ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হবার গৌরব অর্জন করেছে।a

 এ বিষয়ে ডিডিএলজি তোফাজ্জ্ল হোসেন জানান, সিরাজগঞ্জের নির্বাচিত পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং উদ্যোক্তাগণের পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। সংশ্লিষ্টদের আমি ধন্যবাদ জানাই।


আব্দুল জলিল ০২-১০-২০২৪ ০৩:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1252 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com