চৌহালীতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
১৪ অক্টোবর, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ন

  

চৌহালীতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজরুম
৩০-০৯-২০২৪ ০৩:৪২ অপরাহ্ন
চৌহালীতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আব্দুল লতিফঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক হযরত মোহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ  মিছিল ও মানববন্ধন ক‌রে‌ছেন  সোমবার  বেলা ১১টার দিকে সিরাজগঞ্জর চৌহালীর প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে।মাওলানা আশরাফ আলী এর নেতৃত্বে বিক্ষোভ মি‌ছিল ও মানববন্ধনটি কোদালিয়া মাদ্রাসা চত্বর থেকে বের হয়ে চৌহালীর সরকারি ডিগ্রী কলেজের শেষ করেন।  

 এ সময় বক্তব্য রাখেন- মাওলানা মোঃ বিল্লাল,জামাতের উপজেলা সেক্রেটারি আব্দুল হালিম, অ্যাডভোকেট মোঃ যাবি আল্লাহ।  কাজ রুহুল আমিন, আলহাজ্ব আব্দুল সাত্তার, বিএনপি, জামাতে ইসলাম,ওলা মা মা শায়খ নেতৃবৃন্দ  বক্তারা বলেন, রাসূল (সা.)-কে নি‌য়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে, আমরা মুসলমান হয়ে সেটা মেনে নিতে পারি না। তাই ভারতীয় দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই। দ্রুত যদি ব্যবস্থা না নেয়া হয়, আগামীতে আরো কঠোর আন্দোল‌নের হুঁশিয়ারি দেন তারা।

 

নিউজরুম ৩০-০৯-২০২৪ ০৩:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com