শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০৯-২০২৪ ০৬:২৩ অপরাহ্ন |
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের প্রকল্প সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কাজিপুর ইউনিয়নে দিনব্যাপী এই সভায় সভাপতিত্ব করেন শুভগাছা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মাহবুব কবির।
অনুষ্ঠানে দেশের নারী শ্রমিকদের মূল লক্ষ এবং উদ্দেশ্যে সম্পর্কে আলোচনা করা হয়। এরমাধ্যমে সমাজের অসহায় হতদরিদ্র নারীদের কাজ এবং কাজের বিষয়ে সচেতন করা হয়। একজন নারী সমাজের নানা কাজে অংশ নিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২০১০ সাল থেকে সংস্থাটি নারীদের সামাজিক সুরক্ষাবলয়ের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।
আলোচনায় অংশ নেন প্রকল্পের সমন্বয়ক শারমিনা ইয়াসমিন মিতু, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার নারায়ন সাহা। সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র কাজিপুর শাখার ডেপুটি এরিয়া কো-অর্ডিনেটর ইমাদ হাসান। সভায় স্থানীয় ইউপি সদস্য, নারী এবং গন্যমান্য ব্যক্তিগণ অংশ নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com