কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
০৩ নভেম্বর, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ন

  

কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৭-০৯-২০২৪ ০৬:০৭ অপরাহ্ন
কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

 স্টাফ রিপের্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হরিনাথপুরে কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দ্বাদশ শ্রেণি টাইব্রেকারে ৪-২ গোলে একাদশ শ্রেণিকে পরাজিত করে। এর আগে  নির্দিষ্ট সময়ে খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকে। বেলা ১১ টায় খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম ও উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক জহুরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন বাবু, জাহিদ ও সোহরাব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।


আব্দুল জলিল ১৭-০৯-২০২৪ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 102 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com