শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-০৯-২০২৪ ০৫:৫০ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আর নেই। আজ (১৩ সেপ্টেম্বর)শুক্রবার ভোররাত সাড়ে চারটায় রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)তার বয়স হয়েছিলো ৫৯ বছর।
মরহুমের একমাত্র কন্যা নাইস আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানী ঢাকায় অবস্থানকালে তার পিতা এক সপ্তাহ পূর্বে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। পরে সেখানে অবস্থার অবনতি হলে চারদিন পূর্বে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তার কিডনিও কাজ করছিলো না বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক জানান, মরহুম নুরুল ইসলাম মাস্টার ছিলেন সোনামুখীর সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। সর্বদা সদালাপী হাসিখুশি একজন মানুষ। সবার সাথেই তিনি ভালো ব্যবহার করতেন। তার মুত্যৃতে গভীর শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আজই তার লাশ ঢাকা থেকে বাড়িতে আনা হবে এবং দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মরহুমের শ্যালক আব্দুল হান্নান।এদিকে নুরুল ইসলাম মাস্টারের মৃতুৗতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com