কাজিপুরে ২৯০ জন কৃষক পেলেন কৃষি প্রনোদণার সার ও বীজ
১৪ অক্টোবর, ২০২৪ ১১:০৮ অপরাহ্ন

  

কাজিপুরে ২৯০ জন কৃষক পেলেন কৃষি প্রনোদণার সার ও বীজ

আব্দুল জলিল
১২-০৯-২০২৪ ০৩:৪৪ অপরাহ্ন
কাজিপুরে ২৯০ জন কৃষক পেলেন কৃষি প্রনোদণার সার ও বীজ

 স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৯০ জন কৃষক পেলেন কৃষি প্রণোদনার সরকারি বীজ ও সার।  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে চলতি অর্থবছরের খরিপ ২ মৌসুমের  প্রনোদণার বিতরণ শুরু হয় ।  উপজেলা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে ১ টি পৌরসভাসহ  ১২ ইউনিয়নের কৃষক পরিবার  পেয়েছেন  ৫ কেজি   মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) সাবরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আহম্মেদ ও ইলারাণী দাসসহ উপসহকারি কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।  


আব্দুল জলিল ১২-০৯-২০২৪ ০৩:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 57 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com