আজ কনকচাঁপার জন্মদিন
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ন

  

আজ কনকচাঁপার জন্মদিন

আব্দুল জলিল
১১-০৯-২০২৪ ০৬:২২ অপরাহ্ন
আজ কনকচাঁপার জন্মদিন

আবদুল জলিলঃ তিনি একাধারে একজন সঙ্গীতশিল্পী, ভালো আঁকিয়ে, লেখিকা, একজন আদর্শ মা-সবগুণেই উতরে গেছেন পাঠকের নিকট। তাঁর কণ্ঠে যেন যাদু আছে। একইসাথে সব শ্রেণির গান তাঁর কণ্ঠে তাৎপর্যময় হয়ে পাঠককে মোহিত করে। তাঁর নাম কনকচাঁপা। ভালো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। প্রায় ৪০ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাওয়া এই গায়িকা এ পর্যন্ত চলচ্চিত্রে তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্লে-ব্যাকের পাশাপাশি প্রকাশিত হয়েছে তার একাধিক একক ও যৌথ গানের অ্যালবাম। গুণী এই শিল্পীর জন্ম ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর। তাঁর পিতা আজিজুর রহমান মোর্শেদ ওরফে খোকার জন্মস্থান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী গ্রামে। সেইসূত্রে কনকচাঁপা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেয়ে। তাঁর মামাবাড়ি কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামে। তিনি ১৯৭৮ সালে  শিশুশিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’র চ্যাম্পিয়ন হন। এরপর টানা ৩ বছর ‘জাতীয় শিশু প্রতিযোগিতা’র চ্যাম্পিয়নশিপ জেতেন।

 ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তুমি আমার এমনই একজন’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী কনকচাঁপা। তাঁর স্বামী দেশের একজন গুণী গীতিকার মইনুল ইসলাম খান।এই গীতিকারের অনেক বিখ্যাত গান গেয়ে পাঠকের মন জয় করেছেন আজকের কনকচাঁপা।  

আজ ১১ সেপ্টেম্বর এই নন্দিত এই কণ্ঠশিল্পীর জন্মদিন।এ উপলক্ষে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

কনকচাঁপা বলেন, জন্মদিনে আমার কখনোই নিজ উদ্যোগে কোনো বিশেষ আয়োজন করা হয় না। তবে মাঝে মধ্যে আমার স্কুলের শিক্ষার্থী, ভক্তরা বিশেষ আয়োজন করে ফেললে তখন অনেকটা নিরুপায় হয়েই তাতে অংশ নিতে হয়।

তিনি আরও বলেন, যেহেতু এই সুন্দর একটি দিনে পৃথিবীতে আমার জন্ম হয়েছে, আল্লাহর রহমতে সুন্দর একটি জীবন হয়েছে, সুস্থ-সুন্দরভাবে বেঁচে আছি, তাই মহান আল্লাহর কাছে সব সময়ই আমি শোকরিয়া করি। আগামী দিনগুলোতেও যেন এভাবে বেঁচে থাকতে পারি সবাইকে সঙ্গে নিয়ে।

গানের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে কনকচাঁপার। তিনি ‘স্থবির যাযাবর’ নামে একটি অটোবায়োগ্রাফি লিখেছেন।  ২০১১ সালের অমর একুশে বইমেলায় এটি প্রকাশিত হয়। এ ছাড়াও ২০১২ সালে মুখোমুখি যুদ্ধ, মেঘের ডানায় চড়ে (২০১৬), কাঁটা ঘুড়ি (২০১৮), সেই পথে যাও (২০১৯), কাঁটা ঘুড়ি-২ (২০১৯) বইগুলো প্রকাশিত হয়।

চলচ্চিত্রে গান গেয়ে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কনকচাঁপা। পেয়েছেন বাচসাস পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা


আব্দুল জলিল ১১-০৯-২০২৪ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 295 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com