কাজিপুরে মাঝপথে থেমে গেলো তেকানি বাধের কাজ-হুমকীতে ১৬ গ্রামের মানুষ
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

কাজিপুরে মাঝপথে থেমে গেলো তেকানি বাধের কাজ-হুমকীতে ১৬ গ্রামের মানুষ

আব্দুল জলিল
১৩-০৮-২০২৪ ০৬:০৮ অপরাহ্ন
কাজিপুরে মাঝপথে থেমে গেলো তেকানি বাধের কাজ-হুমকীতে ১৬ গ্রামের মানুষ

আবদুল জলিল কাজিপুর (সিরাজগঞ্জ) ঃ -প্রয়োজনীয় অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে  সিরাজগঞ্জের  কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের   বন্যানিয়ন্ত্রণ বাঁধ  নির্মাণ ।   আর এতে করে চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে  তেকানী ইউনিয়নের  ১০ গ্রাম সহ ভাটিতে  অবস্থিত সিরাজগঞ্জ  সদর  উপজেলার মেছড়া ইউনিয়নের ৬ টি গ্রামের মানুষজন।বাঁধ নির্মাণ না হলে এসব এলাকার শত শত বাড়িঘর আবাদি জমি  যমুনার  ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষজন।

 

স্থানীয় লোকজন জানান, গত বছর তেকানি ইউনিয়নের হাড্ডির ঘাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। বেশকিছু ঘরবাড়ি যমুনাগর্ভে বিলিন হয়ে যায়। তখনই স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় ভাঙন রক্ষায় যমুনার একটি শাখায় বাঁধ দেবার পরিকল্পনা নেন। এবছরের ফেব্রুয়ারি মাসে সাবেক এমপির উন্নয়ন তহবিল হতে এই বাধ নির্মাণ কাজের শুরু হয়। দুই কিলোমিটার লম্বা এই বাধটির  ১ কিঃ মিঃ পরিমাণ  লিংক রোডের নির্মাণ কাজ এখনো বাকি রয়েছে।

  সোমবার সরেজমিন গেলে এলাকার মানুষ এই বাধ নির্মাণ নিয়ে গভীর হতাশার কথা জানিয়েছেন। বাধ নির্মানের সার্বিক দায়িত্বে থাকা  আব্দুস ছালাম  বিএসসি জানান,  বাধের কাজের জন্য  এ যাবৎ পাওয়া গেছে মোট  ৭৬ লক্ষ টাকা। এর বাইরে সংসদ সদস্যের মৌখিক আশ্বাসে   স্থানীয় লোকজনের নিকট থেকে  ধারদেনা করে প্রায়  ৩ কোটি ৭০ লক্ষ  টাকার কাজ সম্পন্ন করা হয়েছে।আব্দুস ছালাম  বিএসসি আরও  জানান, বাঁধের মুল ভুখন্ড সংলগ্ন উত্তরে পাকা  রাস্তা পর্যন্ত  ১ কিঃ মিঃ লিংরোড তৈরি  করা জরুরী্। না হলে উজান দিয়ে পানি প্রবেশ করলে বাধটি চরম ভাঙ্গন ঝুঁকিতে পড়বে।এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে বাধের বাকি অংশের নির্মাণ কাজ অদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে মানুষের মাঝে সংশয় দেখা দিয়েছে।

 তেকানী ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান  বি এন পি নেতা আনোয়ার  হোসেন জানান,   এলাকার বিশাল জনপদকে রক্ষায় বাঁধটি  নির্মান অতীব  জরুরি।  বাধ নির্মাণে আমরা সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের   হস্তক্ষেপ  কামনা করছি।


আব্দুল জলিল ১৩-০৮-২০২৪ ০৬:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 190 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com