শিরোনামঃ
আব্দুল জলিল ১২-০৮-২০২৪ ০৬:৫১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী চলমান অস্থিরতার কারণে ছয়দিন পরে থানায় উপস্থিত হয়ে দায়িত্ব পালন শুরু করেছে কাজিপুর থানা পুলিশ। সোমবার সকাল থেকে কাজিপুর থানা পুলিশ কাজে রিপোর্ট করে। বিকেলে তারা উপজেলার হরিনাথপুর, সোনামুখী, শিমুলদাইড়, আলমপুরসহ নানাস্থানে টহল দেয়। এসময় সাধারণ জনগণ পুলিশের দায়িত্ব পালনকে স্বাগত জানান। হরিনাথপুর বাজারের ব্যবসায়ী বাদশা মিয়া জানান, চলমান পরিস্থিতিতে আমরা শঙ্কায় ছিলাম। এখন পুলিশের দায়িত্ব পালনে আমাদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, কর্তৃপক্ষের নির্দেশে আমরা আবারো থানার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছি। আশা করি কাজিপুরের আইন শৃঙ্খলা রক্ষায় সচেতনতার সাথে ডিউটি করে যাবো। এসময় জনগণকে আইন শৃঙ্খলা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা জনগণের পাশে আছি। আপনাদের সহযোগিতা আমাদের কর্মের পথকে আরও বেগবান করবে বলে বিশ্বাস করি। পুলিশের সাথে সেনাবাহিনীর সদস্যদেরও টহলে দেখা গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com