কাজিপুরে মেধাবী শিক্ষার্থীরা পেলো গাছের চারা পুরস্কার
০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:২১ অপরাহ্ন

  

কাজিপুরে মেধাবী শিক্ষার্থীরা পেলো গাছের চারা পুরস্কার

আব্দুল জলিল
১৭-০৭-২০২৪ ০৪:২৭ অপরাহ্ন
কাজিপুরে মেধাবী শিক্ষার্থীরা পেলো গাছের চারা পুরস্কার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়েছে গাছের চারা। বুধবার দুপুরে কাজিপুরের কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। এসময় তিনি বলেন, মেধাবীদের হাতে ব্যতিক্রমী এই ছোট্ট পুরস্কার একদিন অনেক বড় হয়ে দেখা দিবে। ফুল ফলে সমৃদ্ধ হবে আজকের এই ছোট্ট চারাগাছ । এতে করে সবুজায়ন ও প্রয়োজনীয় অক্সিজেনের প্রয়োজনও মিটবে। আজকের এই বাচ্চারা বড় হবে সাথে সাথে গাছগুলোও সমৃদ্ধির গল্প নিয়ে বেড়ে উঠবে। এসময় ব্যতিক্রমী এই পুরস্কারের আয়োজক কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম টিয়া, সহকারি উপজেলা শিক্ষা অফিসার , আবু সাইদ,  এসএম আবু জোবায়ের, জহুরা তহুর, সহকারি শিক্ষক হাসিবুলসহ কর্মরত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১৭-০৭-২০২৪ ০৪:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com