সারিয়াকান্দিতে পাগলা কুকুরের কামড়ে আতন্ক, আহত ২৫ জন
১১ অক্টোবর, ২০২৫ ০২:২৪ অপরাহ্ন

  

সারিয়াকান্দিতে পাগলা কুকুরের কামড়ে আতন্ক, আহত ২৫ জন

আব্দুল জলিল
১৭-০৭-২০২৪ ০৪:২৫ অপরাহ্ন
সারিয়াকান্দিতে পাগলা কুকুরের কামড়ে আতন্ক, আহত ২৫ জন

জাহাঙ্গীর আলম 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দি উপজেলায় কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছেন। গতকাল ও আজ সোমবার উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসা দিয়ে ভ্যাকসিন না থাকায় তাঁদের বগুড়া  মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়। আর যারা ভ্যাকসিন কিনে নিয়ে আসে তাদেরকে এখানে ভ্যাকসিন দেওয়া হয়।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার, সদর ইউনিয়নের দেলুয়াবাড়ী এলাকার ইনছান আলীর ছেলে তারাজুল ইসলাম (৬০), কুঠিবাড়ী এলাকার আবুল হোসেনের স্ত্রী জয়নব বেগম (৪০), পাকুল্লা এলাকার দাররাজ আকন্দের  ছেলে সায়েদজ্জামান (৫৫), কুপতলা এলাকার খালেক প্রমানিকের ছেলে আসাদ (৪০), ধলিরকান্দি এলাকার নাজির  হোসেন আকন্দের ছেলে নূর আলম (৫২), নিজ বাটিয়া এলাকার ঈশ্বর চন্দ্র (৫০), ধাপ এলাকার নিরঞ্জনের ছেলে বন্ধন (৬), তাহেরুলের ছেলে আবু সাঈদ (৩), হাফিজারের স্ত্রী কমেলা (৫০), মৃত ফুলুর ছেলে কিয়াম উদ্দিন (৬০), কৈয়রপাড়া এলাকার মৃত বাবু প্রমাণিকের ছেলে মহিদুল (৫০),  কুড়িপাড়ার আবুল হোসেনের স্ত্রী জয়নব (৪০), বাগবেড় এলাকার মোতালেবের ছেলে সাদেকুল (১৫), বাড়ইপাড়া এলাকার হাবিলের স্ত্রী মনোয়ারা (৩০),এছাড়া আর প্রায় ১২ জন আহত হয় এদের নাম জানা যায়নি। আহতরা বাড়ি থেকে বের হয়ে খেলতে ও কাজে যাওয়ার সময় কিংবা বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় তাঁরা কুকুরের কামড়ে আহত হন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ২ দিনের ব্যবধানে 
দেলুয়াবাড়ী,কুড়িপাড়া,বাগবেড়,বাড়ইপাড়,পাকুল্লা,কুঠিবাড়ী,ধাপ,ধলিরকান্দি, নিজবাটিয়া,কৈয়রপাড়া, হাসপাতাল প্রাঙ্গন,উপজেল পরিষদ সহ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ব্যক্তিকে কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন এলাকায় ‘পাগলা’ কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
সারিয়াকান্দি হাসপাতালের ইমারজেন্সীতে ডিউটিরত উপসহকারী মেডিকেল কমিনিটি অফিসার ডাঃ আবু সাঈদ বলেন,আমাদের কাছে যে রোগি গুলো আসছে অনেক জায়গা ক্ষত নিয়ে আমরা আমাদের যথাযথ চিকিৎসা প্রদান করছি। 
সারিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব রহমান সরদার বলেন, কুকুর কামড়ানোর ভ্যাকসিন না থাকায় তাঁদেরকে যথাযথ চিকিৎসা দিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়েছে। গত দুই দিন হলো কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে  আসছেন। পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদের কিছুটা সমস্যা হচ্ছে।
পৌর মেয়র মতিউর রহমান মতি বলেন,বেওয়ারিশ কুকুরের কারনে এরকম সমস্যা তৈরী হয়েছে। এরকম ঘটনার জেনও পুনরাবৃত্তি না হয় সে দিকে খেয়াল রাখবো। আর যারা আহত হয়েছে তারা আমার সাথে যোগাযোগ করলে তাদের চিকিৎসায় সহযোগিতা করবো। 

আব্দুল জলিল ১৭-০৭-২০২৪ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 288 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com