কাজিপুরে গো-খাদ্য ও সাইলো ড্রাম বিতরণ
২০ মার্চ, ২০২৫ ০৫:০৯ পূর্বাহ্ন

  

কাজিপুরে গো-খাদ্য ও সাইলো ড্রাম বিতরণ

আব্দুল জলিল
১৪-০৭-২০২৪ ০৬:৫০ অপরাহ্ন
কাজিপুরে গো-খাদ্য ও সাইলো ড্রাম বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বানভাসীদের মাঝে উচ্চ পুষ্টি সম্পন্ন গো-খাদ্য  ও সাইলো ড্রাম বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এই বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। মৌসুমী বন্যার আগাম কার্যক্রমের  আওতায় উপজেলার বন্যাক্রান্ত মনসুর নগর ইউনিয়নের তিনশ কুড়িটি পরিবারকে পঞ্চাশ কেজি করে গোখাদ্য এবং একটি করে সাইলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত  ছিলেন  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন,  কৃষি অফিসার শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, এনডিপির উপ ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ , এফএও এর প্রতিনিধি শাহ আলম সরকার ।


আব্দুল জলিল ১৪-০৭-২০২৪ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com