সারিয়াকান্দি বাঙ্গালী নদীতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে
১৫ অক্টোবর, ২০২৫ ০৬:৪০ পূর্বাহ্ন

  

সারিয়াকান্দি বাঙ্গালী নদীতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে

আব্দুল জলিল
১১-০৭-২০২৪ ০৬:০৭ অপরাহ্ন
সারিয়াকান্দি বাঙ্গালী নদীতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে

জাহাঙ্গীর আলম 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী ব্যপক ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভাঙ্গনে গাছপালা এবং বাড়ীর আঙ্গিনাসহ প্রায় ২৫ মিটার নদী গর্ভে বিলীন হয়েছে।
 
 সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ডোমকান্দি গ্রামে বাঙ্গালী নদীতে ব্যপক ভাঙ্গনের সৃষ্টি হয়। ১০ জুলাই বুধবার গভীর রাতে স্থানীয়রা নদী ভাঙ্গনের শব্দ শুনতে পান। তড়িঘড়ি করে গরু ছাগল আসবাবপত্র অন্যত্র সরে নেন। গাছপালা ও বসতবাড়ীর আঙ্গিনা নদী গর্ভে বিলীন হয়। 
 
ঘটনার সাথে সাথে মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন যায়গায় যোগাযোগ করেন স্থানীয়রা। বুধবার সকাল ১১ টায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দেখা গেলেও রিপোর্ট লেখা পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ দেখা যায় নি। বাঙ্গালী নদীর তীর সংরক্ষণ কাজের অবহেলার কারণে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। 
 
স্থানীয়রা আরও জানান, শুকনো মৌসুমে ঠিকাদারি প্রতিষ্ঠান এবি কনস্ট্রাকশন ৫০০ মিটার নদীর তীর রক্ষার কাজ শুরু করেন। বাঁধা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠান এবি কনস্ট্রাকশন এর কর্মকর্তারা বর্ষার পূর্বে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন। নদীর গাইড ওয়ালের কাজ করে, বেড ও জিও বিছায়ে রেখে কাজ বন্ধ রাখেন। পরে বর্ষার মৌসুম চলে আসায় বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে এবং ভাঙ্গনের সৃষ্টি হয়। 
 
স্থানীয় বাসিন্দা আফতাব হোসেন দোলা, সুমি খাতুন, বজলু প্রাং, সহিদা বেগম ও আব্দুল হান্নান সরকার জানান, মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের কোনো অগ্রগতি না থাকায় নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে বেশি। 
 
তারা আরও বলেন, এখানে মূল ঠিকাদার কাজ না করে সাব-ঠিকাদার দিয়ে কাজ করায় কাজের কোনো অগ্রগতি পাওয়া যায়নি। সাব-ঠিকাদারের সাথে বার বার যোগাযোগ করেও কোনো সাড়া না পাওয়ায় আজকের এই নদী ভাঙ্গন কবলে স্বীকার হয়েছি।
 
এবি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আজম জানান, ডোমকান্দি এলাকায় যোগাযোগের ব্যবস্থা ভালো না থাকায় ঐ জায়গায় ব্লক তৈরি করা সম্ভব হয়নি। অন্য জয়গায় ব্লক তৈরি করে নৌকা যোগে আনতে হচ্ছে। তিনি আরও জানান, ইতিমধ্যে ড্রাম পিং, বেড ও জিও বিছানো হয়েছে। নদী ভাঙ্গন রক্ষার্থে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, আমাদের হাতে ড্রাম পিং ব্লক ও বস্তা মজুদ আছে সেগুলো ফেলার নির্দেশ দিয়েছি। আমাদের লোক ওখানে গিয়েছে তারা নৌকা ঠিক করে আজকেই কাজ করবে

আব্দুল জলিল ১১-০৭-২০২৪ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 398 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com