শিরোনামঃ
![]() ০৭-০৭-২০২৪ ০৬:৫৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ কাজ শুরু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্কে আশ্রয় নেয়া বানভাসী মানুষের মাঝে এক টন ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি বলেন, কাজিপুরের বানভাসী মানুষের জন্যে বর্তমান সরকার সম্ভব সব কিছুই করছেন। এরইমধ্যে আমরা বন্যার্তদের জন্যে নগদ এক লাখ টাকা ও তিরিশ মেট্রিক টন চাল পেয়েছি। এগুলো বানভাসীদের মাঝে বিতরণ করার জন্যে প্রতিটি ইউনিয়নে তালিকা করে দেয়া হয়েছে। এসময় মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com