সারিয়াকান্দিতে বিপদ সীমার ২৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিক যমুন নদীর পানি, ভাঙ্গন অব্যাহত
১১ অক্টোবর, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন

  

সারিয়াকান্দিতে বিপদ সীমার ২৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিক যমুন নদীর পানি, ভাঙ্গন অব্যাহত

আব্দুল জলিল
০৪-০৭-২০২৪ ০৩:৫১ অপরাহ্ন
সারিয়াকান্দিতে বিপদ সীমার ২৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিক যমুন নদীর পানি, ভাঙ্গন অব্যাহত

জাহাঙ্গীর আলম-সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। অপরিপক্ক পাট কেটে নিচ্ছেন কৃষক।  উপজেলার বেশ কয়েকটি এলাকায় যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন কবলিত এলাকায় দ্রুত কাজ শুরু করার আশ্বাস।

বগুড়া সারিয়াকান্দিতে গত সোমবার থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেদিন পানির উচ্চতা ছিল ১৪.৭১ মিটার। গতকাল বুধবার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫.৭৮ মিটার। তাই গত ৩ দিনে পানি সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।  এদিকে পানি বৃদ্ধির ফলে গত কয়েকদিন আগে থেকে চলমান উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় ও মানিকদাইড় গ্রামে এবং কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে যমুনা নদীর ভাঙন চলমান রয়েছে। সেখানে দ্রুত জিও এবং টিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এদিকে পানি বাড়ায় উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, কর্ণিবাড়ী, চন্দনবাইশা এবং বোহাইল ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকার কৃষকরা তাদের বেড়ে ওঠা অপরিপক্ক পাটগাছ কেটে নিচ্ছেন।
উপজেলার সদর ইউনিয়নের মোশাররফ হোসেন বলেন, যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আমরা আমাদের অপরিপক্ক পাটগাছ কেটে নিচ্ছি। এতে আমাদের ফসল চাষে লোকসান হবে। আর কয়েকদিন পাটগাছের বয়স হলে ভালো হতো।
উপজেলার চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা বলেন, গত কয়েকদিনের যমুনা নদীর ভাঙনে শিমুলতাইড় গ্রামের ৪৩ টি পরিবার এবং মানিকদাইড় গ্রামের ২০ টি পরিবার তাদের বাড়ীঘর ভেঙে নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। 
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, পানি বৃদ্ধি অব্যাহত আছে।  উপজেলায় যমুনা নদীর ভাঙন কবলিত এলাকায় দ্রুত কাজ শুরু করা হবে। 
 

আব্দুল জলিল ০৪-০৭-২০২৪ ০৩:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com