শিরোনামঃ
![]() ০৩-০৭-২০২৪ ০৮:৪০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সৃষ্টির সেবায় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য "রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট" এর উদ্যোগে সিরাজগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে বৃক্ষরোপন করা হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জ সরকারি কলেজের পুকুরের চারদিকে ও উত্তরাঞ্চলের কক্সবাজার ও সিরাজগন্জ চায়না বাঁধে একদল রোভার স্কাউট এর নেতৃত্বে ৩০+ স্বেচ্ছাসেবীর অংশ গ্রহণে প্রচুর সংখ্যক দেশীয় জাতের খেজুর বীজ রোপণ করা হয়.। খেজুর বীজ রোপণ উৎসবের শুভ উদ্বোধন করেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মীর আশরাফ আলী।
বিশেষ অতিথি ছিলেন সিরাজগন্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আমিনুল ইসলাম।.বিশেষ কৃতজ্ঞতায় রোভার লিডার শোহানুর রহমান,সাজ্জাদ, রনি, ইয়ামিম,আসিফ আহমেদ, মুকুল প্রমুখ।পুরো আয়োজনটির ব্যবস্থাপনায় ছিলেন রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক সাইফুল ইসলাম নাবিল। তিনি বলেন, িএই আয়োজনটি তাদের জন্য যারা পথে ঘাটে চলতে ফিরতে বিভিন্ন সময় দোয়া চেয়েছেন, নিজেও বলেছি হ্যাঁ দোয়া করবো কিন্তু বাস্তবে দোয়া করা হয়নি। প্রচুর সাড়া পাচ্ছি। আশা করছি এমনি করেই দেশের সবুজায়নে কাজ করে যাবো সকলের সহযোগিতায় আন্তরিকতায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com