শিরোনামঃ
![]() ২৬-০৬-২০২৪ ০৪:৫৮ অপরাহ্ন |
নিজেদের বসতভিটা কেটে জোরপূর্বক রাস্তা বানাতে নিষেধ করায়
প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন আব্দুস সালাম(৭০), তার স্ত্রী আলেয়া বেগম(৫৫) ও তাদের প্রতিবেশি আনোয়ার হোসেন(৪৫) এবং আবুল কালাম আজাদ(৪৩)। গুরুতর আহত আব্দুস সালাম সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মারপিটের এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুবলাই পশ্চিমপাড়া গ্রামে।এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
কাজিপুর থানায় দেওয়া অভিযোগ ও বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুস সালাম তার বসবাসের ঘরগুলি সংস্কার কাজ করছিলেন। এর এক পর্যায়ে তার প্রতিবেশি বন কুদ্দুস বাড়ির উপর দিয়ে পূর্ব থেকে চলাচলের পায়ে হাঁটা রাস্তা সম্প্রসারণের জন্যে সালামের নিকট থেকে আটফুট জায়গা দাবি করেন। কিন্তু সালাম ওই জায়গা দিতে অস্বীকার করেন। এই নিয়ে ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশি আব্দুল কুদ্দুস ও তার লোকজন জোরপূর্বক সালামের ঘরভিটার মাটি কেটে রাস্তা নির্মাণ করতে থাকে।অবৈধ রাস্তা নির্মাণ বন্ধ করতে বললে কুদ্দুস সহ তার সহযোগীরা সালামকে বেদম পেটাতে থাকে। বাধা দিতে গেলে সালামের স্ত্রীসহ তাদের প্রতিবেশি আরও দুইজন মারপিটের শিকার হন।
মারপিটের শিকার আব্দুস সালাম জানান, গ্রামের পাশ দিয়ে সরকারিভাবে একটা রাস্তা নির্মাণ করা হয়েছে। সেই রাস্তা দিয়ে যথারীতি চলাফেরা করা যায়। অথচ ব্যক্তিগত সম্পত্তির উপরে কুদ্দুস ও তার লোকজন অবৈধ রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে।আমি সেটি মেনে না নেয়ায় তারা হামলা চালায়।
অপরদিকে অভিযুক্ত বন কর্মকর্তা আব্দুল কুদ্দুস মুঠোফোনে জানান, ওই বাড়ির পাশে আগে থেকে রাস্তা ছিল। আমরা নতুন করে সামান্য একটু জায়গা চেয়েছি যাতে করে যাতায়াত সহজ হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com