কাজিপুরে প্রাথমিকের নব নিয়োগপ্রাপ্ত ১৩ শিক্ষকের যোগদান
২০ মার্চ, ২০২৫ ০৪:১৭ পূর্বাহ্ন

  

কাজিপুরে প্রাথমিকের নব নিয়োগপ্রাপ্ত ১৩ শিক্ষকের যোগদান

আব্দুল জলিল
২৫-০৬-২০২৪ ০৫:৪৯ অপরাহ্ন
কাজিপুরে প্রাথমিকের নব নিয়োগপ্রাপ্ত ১৩ শিক্ষকের যোগদান

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নব নিয়োগপ্রাপ্ত প্রাথমিকের ১৩ জন শিক্ষক যোগদান করেছেন।  প্রাথমিক বিদ্যালয়ে ছুৃটি থাকায় নিয়োগের সুপারিশ প্রাপ্তরা মঙ্গলবার দুপুরে কাজিপুর শিক্ষা অফিসে এসে  যোগদান করেন। এবছর কাজিপুরে ১১ জন প্রাথমিকে এবং দুইজন প্রাক প্রাথমিকে চূড়ান্তভাবে নিয়োগের জন্যে মনোনীত হন।  যোগদানপত্র গ্রহণ করেন  শিক্ষা অফিসার হাবিবুর রহমান।  তিনি জানান, যেহেতু বিদ্যালয়ে এখন ছুটি চলছে তাই নিয়োগপ্রাপ্তরা শিক্ষা অফিসে এসে যোগদান করলেন। ছুটির পরে তারা নিজ নিজ বিদ্যালয়ে চলে যাবেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার আবু সাইদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ।


আব্দুল জলিল ২৫-০৬-২০২৪ ০৫:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com