কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা গাজী ইউনুস উদ্দিনের উপর আনীত অভিযোগের প্রতিবাদ
কাজিপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
সম্প্রতি কাজিপুরের গান্ধাইলের বীর মুক্তিযোদ্ধা গাজী ইউনুস উদ্দিন এর উপর বার্তা বিচিত্রাপত্রিকা, সহ বেশ কিছু ওয়ানলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে যে সংবাদ লেখা হয়েছে তার প্রতিবাদ করে তিনি বলেন,প্রকাশিত সংবাদে ভুল তথ্য সংযোজন করে প্রকাশ করা হয়েছে যা, আমার দৃষ্টিগোচর হয়েছে।
তিনি বলেন দেশ মাতৃকার সেবায় কাজ করার পর জীবন সায়ান্হে এসে এধরণের মিথ্যা অপপ্রচার সমাজে আমার মানসন্মান ক্ষুন্ন করেছে।
প্রকৃত পক্ষে স্বাধীনতা বিরোধীরা এখনো আমাদের বিরুদ্ধে সক্রিয় আছে।
মহান মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে প্রকৃত দেশপ্রেমিকরা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ছিলাম।
দীর্ঘ্য ০৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জন হয়েছে আমাদের এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ ।
মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিলেন, পাকিস্থানী হানাদার বাহিনীর দোসররা স্বাধীনতা পরবর্তী সময়ে আজ পর্যন্ত সময়ে সময়ে ইতিহাসের বাঁকে বাঁকে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ভুলন্ঠিত করার অপচেষ্টা চালিয়ে আসছে । সম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, তাদের দোসররা ও তাদের প্রেতাত্মা বহনকারীরা মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নানারকম বিভ্রান্তিকর অপতথ্য প্রচারের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
সিরাজগঞ্জ সকল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে দেশবাসীর প্রতি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখতে এসব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান করছি,আমি কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ইউনুছ উদ্দিন