এল জি ই ডি রাস্তার উপর জোর পুর্বক স্থাপনা নির্মাণের পায়তারা
০৩ নভেম্বর, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ন

  

এল জি ই ডি রাস্তার উপর জোর পুর্বক স্থাপনা নির্মাণের পায়তারা

আব্দুল জলিল
১৪-০৬-২০২৪ ১১:৫৫ অপরাহ্ন
এল জি ই ডি রাস্তার উপর জোর পুর্বক স্থাপনা নির্মাণের পায়তারা
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ইনতুল্লার দও মেইন রোড হইতে ঢেকুরিয়া বাজার পর্যন্ত প্রায় ৪০ বছর পুর্বের নির্মিত এল জি ই ডির পাকা রাস্তার উপর স্থাপনা নির্মাণের উপর এলাকাবাসীর অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায় ছালাভরা গ্রামের মোজাহার আলীর পুত্র মোঃ ইমরান হোসেন তার পৈত্রিক সম্পত্তির পাশে পাকা রাস্তার কার্পেটিং পর্যন্ত ঘেষে ঘর উত্তলন করে এবং রাস্তার পাকা কার্পেটিং এর অর্ধেক জায়গা জোর পু্র্বক বারান্দা নির্মানের চেষ্টা করলে এলাকাবাসী বাধা সৃষ্টি করে। জানাযায় ঐ রাস্তার ২.৫ কিঃমিঃ দুই পাশসহ প্রায় ১৫০০ ঘর বাড়ি ও ছোট ছোট খামার গোরে উঠেছে এমনকি হাজার হাজার লোক ও গাড়ি চলাচল করে ঐ রাস্তায় । চলাচল অবস্থায় একুই গ্রামের অরুন শেখের ছেলে ওসমানগুনী গনমাধ্যমকে জানান মেইন রোড থেকে প্রবেশ দ্বারে রাস্তা বেদখল করে স্থাপনা নির্মান করলে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারবেনা খুব সমস্যা হয়ে যাবে আমাদের। ছালাভরা গ্রামের মজিবরের ছেলে জামাল ও ইয়াকুব আলীর ছেলে আঃ সামাদ বলেন রাস্তার উপর স্থাপনা নির্মান করলে এলাকাবাসীর চলাচল দুর্ভোগ সৃষ্টি হবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।মাইজবাড়ি ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম জানান এই রাস্তাটা অনেক পুরাতন রাস্তা সব ধরনের গাড়ি চলাচল করে ইমরান যে কাজটা করেছে কখনো উচিত হয়নি জনগনের সুবিধা বঞ্চিত করে সরকারি যায়গায় স্থাপনা নির্মান ঠিক হয়নাই আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি বিষয়টা জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য। কাজিপুর উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেনের সাথে মুঠোফোনে বার বার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

আব্দুল জলিল ১৪-০৬-২০২৪ ১১:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 81 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com