কাজিপুরে ডাঃ রাফিউল আলমের ইন্তেকাল
০৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন

  

কাজিপুরে ডাঃ রাফিউল আলমের ইন্তেকাল

আব্দুল জলিল
১১-০৬-২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন
কাজিপুরে ডাঃ রাফিউল আলমের ইন্তেকাল

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার  ডাঃ রাফিউল আলম রাফি (৪৩) আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে দশটায়  তিনি রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না  ইলাইহি রাজেউন) । তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের হনিাথপুর গ্রামের মরহুম জর্জিস খন্দকারের কনিষ্ঠ পুত্র।  ডাঃ রাফি সিরাজগঞ্জ পপুলার মেডিকেল হলের পরিচালক ছিলেন। মঙ্গলবার বিকেলে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


আব্দুল জলিল ১১-০৬-২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com