পাঁচমাস পর জানা গেলো খুন হয়েছেন কাজিপুরের তেলকল মালিক শাহিন
১০ অক্টোবর, ২০২৫ ০৪:২৫ অপরাহ্ন

  

পাঁচমাস পর জানা গেলো খুন হয়েছেন কাজিপুরের তেলকল মালিক শাহিন

আব্দুল জলিল
২৯-০৫-২০২৪ ০৪:৩৮ অপরাহ্ন
পাঁচমাস পর জানা গেলো খুন হয়েছেন কাজিপুরের তেলকল মালিক শাহিন

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেলকল মালিক আবু শাহিনকে (৩৬) খুন করা হয়েছে। বুধবার( ২৯ মে) দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ময়না তদন্ত প্রতিবেদন পাবার কথা স্বীকার করেন। প্রতিবেদনে শাহিনকে খুন করার আলামত পাওয়া গেছে বলে তিনি জানান। নিহত শাহিন উপজেলার গান্ধাইল গ্রামের  মৃত আমিনুল ইসলামের পুত্র।  

 

এদিকে ময়না তদন্ত প্রতিবেদনের বিষয়টি জানার পরে থানায় গিয়ে নিহতের স্ত্রী উম্মে হানী (২৭) একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ওই মামলায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গান্ধাইল গ্রামের জাকিরুল ইসলাম ওরফে ময়নাল (৩৮) এবং আনোয়ার হোসেন (৫৫)। এরমধ্যে জাকিরুল নিহত শাহিনের প্রতিবেশী এবং তেলকল মালিক এবং আনোয়ারের সাথে শাহিনের ব্যবসায়িক অনেক লেনদেন ছিলো বলে দাবী করেন শাহিনের স্ত্রী। তিনি আরও জানান, ওরা টাকার লোভেই আমার স্বামীকে মেরে ফেলেছে। 

 এদিকে কাজিপুর থানার ওসি জানান, আটক দুজনের নিকট থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে। অধিকতর তথ্যের জন্যে আমরা তাদের রিমান্ড চাইবো। এই ঘটনায় আরও সন্দেহভাজনদের খোঁজা হচ্ছে।

 

উল্লেখ্য গত বছরের ১৬ ডিসেম্বর  রাতে নিজ মিলের তীরের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় শাহিনকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরদিন ১৭ ডিসেম্বর শাহিনের লাশ উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ। ঘটনার দিন কে বা কারা  ওই মিলের সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলো। বিষয়টি সন্দেহের সৃষ্টি হলে নিহতের স্ত্রী উম্মে হানী ১৭ ডিসেম্বর কাজিপুর থানায় একটি জিডি করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করে।


আব্দুল জলিল ২৯-০৫-২০২৪ ০৪:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com