ঢাকার চন্দ্রিমা উদ্যানে পরিবেশ ক্লাবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান স্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক ঢাকা জেলা শাখার উদ্যোগে ঢাকার চন্দ্রিমা উদ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৭ মে) পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক ঢাকা জেলা শাখার আহ্বায়ক জোবায়দুল ইসলামের নেতৃত্বে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক ঢাকা জেলা শাখার নাদিম হাসান,আয়েশা আক্তার,এরফান হোসেন রিয়াদ ,শফিকুল ইসলাম ,মো: রনি, মো: হাসান, অন্তর, সিয়াম হাসান, মো: রাতুল, জাহেদ, নাইম, বেলাল, সুলতান মাহমুদ, বাবু ও রবিউল সহ
অন্যান্য পরিবেশবন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলা কালে চন্দ্রিমা উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীদের পরিবেশ দূষণ ও প্লাস্টিক দূষণ রোধে সচেতন করা হয়।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, বর্তমান সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অধিকাংশ মানুষ উদাসীন। তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করে না বরং সৌন্দর্য ও নষ্ট করে। এমতাবস্থায় দর্শনীয় স্থান সহ দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কোন বিকল্প নেই। পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিমানকে তিনি সাধুবাদ জানান এবং সাধারণ মানুষকে এই অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানান।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ বলেন, ঢাকা শহর প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ কিংবা বায়ু দূষণসহ সব ধরনের দূষণে জর্জরিত। উপযুক্ত সময়ে পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়া একান্তই কাম্য। ঢাকা জেলা শাখার পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার