চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিককে দিলেন কাজিপুর থানা পুলিশ
২০ মার্চ, ২০২৫ ০৪:০৯ পূর্বাহ্ন

  

চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিককে দিলেন কাজিপুর থানা পুলিশ

আব্দুল জলিল
১৫-০৫-২০২৪ ১০:০২ পূর্বাহ্ন
চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিককে দিলেন কাজিপুর থানা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ  তিন বছর পূর্বে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে তা প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে  মোটরসাইকেলের মালিক এলাহী হোসেনের কাজগপত্র দেখে তার হাতে চাবি তুলে দেন কাজিপুর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম।

 থানাসূত্রে জানা গেছে, গোপনসূত্রের সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশ গত ১১ মে উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার পুত্র আসাদুলকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পুলিশ সিরাজগঞ্জ বিআরটিএ অফিস থেকে গাড়ির ইঞ্জিন ও চেচিস নম্বরের ভিত্তিতে প্রকৃত মালিকের নাম ঠিকানা বের করে। এরপর আদালতের প্রক্রিয়া শেষে মালিক এলাহী হোসেনের হাতে ওই মোটরসাইকেলের চাবি তুলে দেয়।

এসময় এলাহী হোসেন বলেন, আমার গাড়ি ২০২১ সালে হারিয়েছিলো। একটি জিডি করে রেখেছিলাম। ভেবেছিলাম হয়তো গাড়ি আর পাবো না।িএখন গাড়ি পেয়ে অনেক ভালো লাগছে। কাজিপুর থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে।


আব্দুল জলিল ১৫-০৫-২০২৪ ১০:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com