শিরোনামঃ
![]() ৩০-০৪-২০২৪ ০১:১৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে ভ্যানগাড়ি উল্টে চাপা পড়ে রাফি নামের পাঁচ বছর বয়সী এক শিশু মারা গেছে।নিহত শিশটি উপজেলার গান্ধাইল গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র। এই ঘটনায় ভ্যানগাড়িতে থাকা রাফির নানীও আহত হয়েছেন।
রাফির পিতা জানান, গত ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যে সাতটায় নানীর সাথে ভ্যানগাড়িতে পৌর এলাকার বেড়িপোটল নানাবাড়ি থেকে গান্ধাইল নিজ বাড়িতে যাচ্ছিলেন।এসময় ঘুটঘুটে অন্ধকারে ভ্যান গাড়িটি খামারপাড়া-গান্ধাইল গ্রামীণ সড়কের ঈদগাঁ মাঠ এলাকায় এসে উল্টে যায়। ভ্যানে থাকা সিমেন্টের খুঁটির নিচে চাপা পড়ে শিশু রাফি।স্থানীয়রা উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই রাফির লাশ স্বজনেরা দাফন করেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com